বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে ৮ জন শিক্ষক, কিন্তু সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বরিশাল বোর্ডের আওতাধীন মোট ১,৫০২টি বিদ্যালয়ের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি, যার মধ্যে বাকেরগঞ্জের এই বিদ্যালয়ও রয়েছে।
বিদ্যালয়টি উপজেলা চত্বরের পাশে হলেও তদারকির অভাবে দীর্ঘদিন ধরে শিক্ষার মান নিম্নমুখী বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বর্তমানে ৭০ জন শিক্ষার্থী রয়েছে এবং এটি এমপিওভুক্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “এখানে শিক্ষকরা নিয়মিত ক্লাস নেন কি না, সেটা খতিয়ে দেখা উচিত।” স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, শিক্ষকদের অবহেলায় প্রতিষ্ঠানের পড়াশোনার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, “৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, কিন্তু কেউ উত্তীর্ণ হয়নি। শিক্ষার্থী পাওয়া যায় না, আর যারা আছে, তারাও বাসায় ঠিকমতো পড়ে না।”
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, “বিদ্যালয়টির বিষয়ে অবগত হয়েছি। শিক্ষকদের অবহেলা ছিল কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
https://slotbet.online/