[ad_1]
বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল গ্রেপ্তারকৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে আগৈলঝাড়া থানার এসআই সমির রায়, এএসআই মামুন হোসেন ও এএসআই অনুপম বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ জোবারপাড় গ্রামে অভিযান চালান।
অভিযানে রূপচাঁদ অধিকারীর ছেলে বাদল অধিকারী (৪৫) এবং সর্বেশ্বর হালদারের ছেলে তাপস হালদার (৫০)– এই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি ড্রামে সংরক্ষিত ১৭০ লিটার চোলাইমদ, মদ তৈরির বিভিন্ন উপকরণ ও একটি মদ তৈরির যন্ত্র উদ্ধার করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, বাদল ও তাপস দীর্ঘদিন ধরে এলাকায় চোলাইমদ তৈরি ও সরবরাহ করে আসছিল। তাদের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com