এনসিপির পথসভায় বিশৃঙ্খলা, হাসপাতালে ভর্তি ১২ সাংবাদিক

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫


সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে চরম অব্যবস্থাপনা, তীব্র গরম, হুড়োহুড়ি আর ঠেলাঠেলি সৃষ্টি হয়। এতে হিটস্ট্রোকে আক্রান্ত হন ১২ সাংবাদিকসহ বেশ কিছু শিক্ষার্থী। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের আসিফ চত্বরে এ ঘটনা ঘটে।

অসুস্থ সাংবাদিকরা হলেন যমুনা টেলিভিশনের আকরামুল ইসলাম, এখন টিভির আহসান রাজীব, নিউজ টুয়েন্টিফোরের মনিরুল ইসলাম মনি, ঢাকা পোস্ট.কমের ইব্রাহিম খলিল, ক্যামেরাপার্সন ইয়ারুল ইসলাম, মাসুদ রানা মনা, সাংবাদিক জাহাঙ্গীর সরদার, গাজী হাবিব, ইদ্রিস আলী, রেজাউল করিম, বিপ্লব হোসেন, হাবিবুর রহমান সোহাগ, তাইজুল ইসলাম, আবু জাফর, ইদ্রিস আলী। এছাড়া বেশ কিছু শিক্ষার্থীও অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মীর মাহফুজ বলেন, তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। অনেককে সম্পূর্ণ ক্লান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ৭-৮ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিদের কিছুটা সুস্থ হলে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, প্রস্তুতি পরিকল্পনা ছাড়াই দায়িত্বশীলরা পথসভার আয়োজন করেছেন।  তাপদাহের মাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। স্টেজে কেন্দ্রীয় নেতাদের বসার জায়গাও ছিল না। তীব্র তাপদাহের কারণে কেন্দ্রীয় নেতারাও খুব অল্প সময়ের মধ্যে পথসভা শেষ করেন। এই পরিস্থিতির মধ্যে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দেননি। হাজারো শিক্ষার্থীর হুড়োহুড়িতে তীব্র বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কোন ব্যবস্থাপনা ছিল না। একদিকে তাপদাহ, অন্যদিকে হুড়োহুড়ির মধ্যে পড়ে একে একে সাংবাদিকরা অসুস্থ হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/