খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ন্যাশনাল চেঞ্জ মুভমেন্ট পার্টি (এনসিএমপি)-এর জেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনসিপি’র কেন্দ্রীয় নেতারা বলেন, “জুলাই অভ্যুত্থানের স্পিরিট ও যুবশক্তিকে সঙ্গে নিয়ে আমরা পাহাড়ে একটি সংগঠিত, সচেতন ও গণমুখী নেতৃত্ব গড়ে তুলতে চাই। খাগড়াছড়িতে জেলা কমিটি গঠন সেই লক্ষ্যেরই অংশ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক, যুব ও ছাত্র বিষয়ক নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি এডভোকেট মঞ্জিলা, তারা স্থানীয় পর্যায়ের তরুণ, শিক্ষার্থী ও আন্দোলনমুখী নেতাকর্মীদের সঙ্গে নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
https://slotbet.online/