টঙ্গীতে পুলিশের অভিযানে ২৮ জন গ্রেপ্তার

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫


গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় পরিচালিত সাঁড়াশি অভিযানে ডাকাতির প্রস্তুতি ও মাদক সংক্রান্ত অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ জুলাই রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে একাধিক টিম অংশ নেয় এবং পৃথক তিনটি ঘটনায় মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ চক্রের ২৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় টঙ্গী পশ্চিম থানায় দুটি মামলা (নম্বর ০৪ ও ০৫, তারিখ ১১ জুলাই ২০২৫) রুজু হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন: মাইন উদ্দিন সোহেল, হিরা মিয়া, শাহজাহান, আমিনুল ইসলাম, রাজু মিয়া, সোহাগ মিয়া, মিন্টু, মেহেদী হাসান হৃদয়, আনাস, লাভলু মিয়া, আয়নাল, মাহবুব, চন্দন রায়, মাইনুল ইসলাম, জহিরুল ইসলাম, রোমান, ফরহাদ, মিজান, রাজিব, আলমগীর হোসেন, ফজলে রাব্বি, আজমল, সামিদুল ইসলাম ও রাজু আহমেদ।

অপর একটি অভিযানে ইয়াবাসহ জিসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা নম্বর ০৬, তারিখ ১১ জুলাই ২০২৫, ধারা: ৩৬(১) সারনির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮।

এছাড়াও জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০০৯-এর ৭৮ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন: মো. আবিদ ইসলাম, নুর হাসান আবির ও হক মিয়া।

ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান নিয়মিত চলবে।’’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/