রাজধানীর পল্লবীতে ‘পাঁচ কোটি টাকা চাঁদা’ দাবির জেরে একটি আবাসনপ্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হানকে আটক করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার বিকেলে একদল অস্ত্রধারী ‘এ কে বিল্ডার্স’ নামের প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়। পুলিশের তথ্যমতে, ওই সময় চার রাউন্ড গুলি ছোড়া হয় এবং গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তাদের ওপর দুই দফায় হামলা হয় এবং শুক্রবার ৩০-৪০ সন্ত্রাসী আবারও হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরাসহ অনেক মূল্যবান সরঞ্জামও নিয়ে যায়।
গত ২৭ জুন ও ৪ জুলাই আগেও তাদের প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে চেয়ারম্যানের দেওয়া সাধারণ ডায়েরিতে উল্লেখ আছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এই চাঁদা দাবির ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
https://slotbet.online/