[ad_1]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ আরও দুই সদস্য।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত নির্বাচনী প্রতীক নিয়ে আলোচনা হয়। সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে ইসি ১১৫টি প্রতীক তালিকাভুক্ত করেছে এবং তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে তালিকায় ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি, যা নিয়ে এনসিপি ক্ষোভ প্রকাশ করেছে।
এর আগে এনসিপি গত ২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেয়ার সময় শাপলা প্রতীক চায়। একই প্রতীক দাবির পক্ষে গত ১৭ এপ্রিল আবেদন করে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও। এই দুটি দলই প্রতীকটি পাওয়ার লক্ষ্যে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন প্রতীক তালিকা থেকে শাপলাকে বাদ দেয়। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “দুটি দল একসঙ্গে শাপলা প্রতীক দাবি করেছে। এ ছাড়া আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে প্রতীকটি বাদ দেয়ার সিদ্ধান্ত হয়।”
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনো শাপলা প্রতীক ফিরিয়ে আনার দাবি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে কমিশনের সঙ্গে আবারও বৈঠকে বসবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com