মোংলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশের পর মাদকসহ এক পরিবারের দুই সদস্যকে আটক করেছে মোংলা থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা মা ও ছেলে।
শনিবার (১২ জুলাই) রাতে পৌর শহরের পূর্ব শেহলাবুনিয়া এলাকার রাজ্জাক সড়ক থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি জানান, “মোংলায় বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী সক্রিয় রয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ‘মোংলায় মাদকের রাজত্ব—নীরব প্রশাসন’ শিরোনামে বাংলা অ্যাফেয়ার্সে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশিত হয়। এরপরই মোংলা থানা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।”
আটককৃতরা হলেন, মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব শেহলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আঃ কাদের হাওলাদারের স্ত্রী সবুরা খাতুন (৪৭) ও ছেলে রনি হাওলাদার (২৬)।
ওসি (তদন্ত) আরও বলেন, “অভিযানে আমরা মা ও ছেলেকে ১০ পিস ইয়াবাসহ আটক করি। তারা উভয়েই একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, মামলার নম্বর—জিআর ৫৩/২৪ (মোংলা)।”
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ রোববার (১৩ জুলাই) বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, “মোংলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
https://slotbet.online/