নরসিংদীর রায়পুরা পৌরসভার বাল্লাকান্দা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী শামসুন্নাহার বেগমের শেষ সম্বল বসতঘর হঠাৎ বিদ্যুৎ সংস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, অসহায় শামসুন্নাহার বেগম তার বাসায় বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রায় ১২ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে কঠোর পরিশ্রম করে দিন যাপন করছেন।
অসহায় শামসুন্নাহার বেগম বলেন, “রাতের ঘুমন্ত অবস্থায় হঠাৎ বিদ্যুৎ সংস্পৃষ্টের কারণে আমার শেষ সম্বল বসতঘরে আগুন লেগে যায়। প্রতিবেশীরা দ্রুত আগুন নিভানোর চেষ্টা করলেও বসতঘরের যাবতীয় আসবাবপত্র, কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।”
স্থানীয়রা—কাইয়ুম, শামীমসহ অনেকে জানিয়েছেন, “এই অসহায় নারীর শেষ সম্বল বসতঘর বিদ্যুৎ সংস্পৃষ্ট হয়ে পুড়ে ছাই হয়ে গেছে। এখন উপজেলা প্রশাসনের সহযোগিতা পেলে তার অনেক উপকার হবে।”
শামসুন্নাহার বেগম আরও জানান, “আমরা পরিবার নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করছি। হঠাৎ এই দূর্ঘটনায় আমি নিঃস্ব হয়ে গেছি। রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে সাহায্যের জন্য অনুরোধ করছি।”
অসহায় এই নারীর পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা দেয়ার মাধ্যমে তার জীবনে নতুন আলো ফিরিয়ে আনার আহ্বান জানানো হচ্ছে।
https://slotbet.online/