এক ম্যাচ হাতে রেখে জমে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। দাম্বুলায় সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের ফিফটি ও বল হাতে রিশাদ হোসেনের ঘূর্ণি ছিল ম্যাচের মূল আকর্ষণ।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ৭ রানের মাথায় দুই ওপেনার ফিরে যান। কিন্তু সেখান থেকে হাল ধরেন অধিনায়ক লিটন দাস। তাওহীদ হৃদয়ের সঙ্গে গড়েন একটি বড় জুটি, পরে শামীম হোসেনের সঙ্গেও আরেকটি কার্যকরী জুটি গড়ে তোলেন।
লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের এক চমৎকার ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা। শামীম হোসেন ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝড়ো ইনিংস। এই দুজনের দাপটে বাংলাদেশ ২০ ওভারে সংগ্রহ করে ১৭৭ রান।
১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রানআউট হন শামীমের সরাসরি থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান ব্যাটাররা। পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে অনেকটাই ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা।
রিশাদ হোসেন ছিলেন বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র। তিনি ৩.২ ওভারে মাত্র ১৮ রানে ৩টি উইকেট নেন। শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে ১৫.২ ওভারে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচ সারাংশ:
বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)
লিটন ৭৬ (৫০), শামীম ৪৮ (২৭), হৃদয় ৩১ (২৫)
বিনুরা ফার্নান্দো ৩/৩১
শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)
নিশাঙ্কা ৩২, শানাকা ২০
রিশাদ ৩/১৮, শরীফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১
ফল: বাংলাদেশ ৮৩ রানে জয়ী
The post লিটন-রিশাদ জ্বলে উঠতেই শ্রীলঙ্কার বিপর্যয় appeared first on Bangla Affairs.
https://slotbet.online/