শাপলা বাদ, নৌকা বহাল: ব্যর্থ এনসিপি

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫


নির্বাচনে প্রতীক পরিবর্তনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোরালো আবেদনের পরও নির্বাচন কমিশন (ইসি) নাকচ করেছে শাপলা প্রতীক অন্তর্ভুক্তি ও নৌকা প্রতীক বাতিলের দাবি। ফলে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে নতুন করে যুক্ত হচ্ছে না শাপলা, আর নৌকা প্রতীকও বহাল থাকছে।

রোববার (১৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, শাপলা প্রতীককে তফসিলভুক্ত না করার পূর্বের সিদ্ধান্ত বহাল রয়েছে। আর যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখনো নিষিদ্ধ হয়নি, তাই দলটির প্রতীক হিসেবে নৌকা নির্বাচন পরিচালনার তফসিলে থাকছে।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধি দল। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক আমরা গ্রহণ করবো না। যদি সেটা যুক্ত না হয়, তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে জনগণের কাছে। না হলে আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব।”

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলে, দলের প্রতীক হিসেবে ‘নৌকা’ও তফসিলে থাকতে পারে না। আমরা এই যুক্তি এবং আইনি দিক ব্যাখ্যা করে নির্বাচন কমিশনকে অবহিত করেছি।”

বৈঠকের পর সিইসি কমিশনারদের সঙ্গে আলোচনায় বসেন এবং বিষয়টি আইনি দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। তবে আপাতত নৌকা প্রতীক তফসিল থেকে বাদ পড়ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/