বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৪ জুলাই থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ঊর্ধ্বতন কর্মকর্তা (এবং কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষিত সমপদমর্যাদার কর্মকর্তারা) এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এ ক্ষমতার আওতায় ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ এর অধীন অপরাধ আমলে নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন তাঁরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দেশে টালমাটাল আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ১৭ সেপ্টেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়। তখন থেকেই এ ক্ষমতার মেয়াদ নিয়মিতভাবে দুই মাস করে বাড়িয়ে আসছে সরকার।
সরকারের এই পদক্ষেপে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা রয়েছে, তেমনি এটি সামরিক বাহিনীর ভূমিকাকে আরও বিস্তৃত করেছে, যা ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
https://slotbet.online/