গাইবান্ধায় কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫


গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহৃত এক কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে কামারদহ ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত যুবকের নাম লিয়ন বাবু (২২)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের নয়াপাড়া (পূর্বপাড়া) এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গত ১১ জুলাই গুমানীগঞ্জ ইউনিয়ন থেকে এক কিশোরী নিখোঁজ হয়। পরিবার থেকে অপহরণের অভিযোগ এনে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এরপরই অনুসন্ধানে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে নয়াপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে এজাহারভুক্ত আসামি লিয়ন বাবুকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার করা হয় অপহৃত কিশোরীকে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, র‌্যাব গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/