নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে পূর্ব নিমাইকাশারী এলাকার নূরুল আমিনসহ যৌথ মালিকানায় নির্মাণাধীন তাকওয়া ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাকসুদুল হাসান জনি (৩০) পশ্চিম নিমাইকাশারী এলাকার শুক্কুর আলীর ছেলে। তিনি গত ১৫ জুলাই জেল থেকে জামিনে বের হয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জনি নিমাইকাশারী এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য ছিলেন।
পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক বজলুর রহমান কালবেলাকে বলেন, জনি ১৫ জুলাই জেল থেকে জামিনে বের হয়ে বিকেলে বাড়ি আসেন। সেদিন সন্ধ্যার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ সংক্রান্ত কোনো জিডি করা হয়নি।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনের নর্দমার পানির মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
https://slotbet.online/