[ad_1]
এ ধরনের অপরাধের ঘটনা নতুন কিছু নয়। যখনই কোনো নারী ধর্ষণের শিকার হন, তখনই প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে বিচার দাবিতে সরব হয় সাধারণ মানুষ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ সময়েই ধর্ষকদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না। বরং গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে তারা আরও হিংস্র ও বেপরোয়া হয়ে ওঠে। শিক্ষার্থীদের মতে, ধর্ষণের সংখ্যা বেড়ে চলার অন্যতম কারণ হচ্ছে সঠিক বিচার না হওয়া। কারণ, দেশ বদলালেও বিচারব্যবস্থা আজও বদলায়নি।
আজ শুক্রবার বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে। যদি দেশের বিচারব্যবস্থা কার্যকর হতো, তাহলে ধর্ষকদের মৃত্যুদণ্ড হতো। বক্তারা আরও অভিযোগ করেন, খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অগ্রহণযোগ্য।
তারা বলেন, “যদি বিচারব্যবস্থা পরিবর্তন না হয়, তাহলে ভবিষ্যতে ধর্ষকরা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে।” একই সঙ্গে শিক্ষার্থীরা কেএনএফ সন্দেহে আটক ভান লাল রোয়াল বমের কারাগারে মৃত্যুর ঘটনাকেও গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করে এর নিন্দা জানান।
এর আগে খাগড়াছড়ির ভাইবোনছড়ায় এক ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজার মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কর্মসূচিতে অংশ নেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com