[ad_1]
বান্দরবানে রাতের আঁধারে বিএনপির শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শেরেবাংলা নগর এলাকার বাসিন্দা আবুল কালাম নামে এক ব্যক্তি বাদী হয়ে বান্দরবান সদর থানায় এ মামলা দায়ের করেন গতকাল বৃহস্পতিবার।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই রবিবার গভীর রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকার শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসে ভাঙচুর চালানো হয়। এ সময় অফিসের দরজা, টেবিল ও চেয়ার ভাঙার পাশাপাশি অফিসের সাইনবোর্ড ও দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করা হয় এবং ছবি মেঝেতে ফেলে দিয়ে পালিয়ে যায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এজাহারে আরও উল্লেখ করা হয়, শহীদ জিয়া স্মৃতি সংসদের এই অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু ব্যক্তি দখল করার চেষ্টা করছিল। অফিসটি দখল করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা।
মামলার আসামীরা হলেন: বান্দরবান জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা বিমল কান্তি দাশসহ রুবেল চৌধুরী, রাজু বড়–য়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহি উদ্দিন, নাছির উদ্দিন, নুর মোহাম্মদ কালু, সোহেল ভান্ডারী ও অজ্ঞাতনামা আরও অনেকে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম পারভেজ বলেন, বান্দরবানের আর্মি পাড়া এলাকায় বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ১৮ জনকে আসামী করে আবুল কালাম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com