[ad_1]
দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সম্প্রদায়ভিত্তিক সহিংসতা এবং ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা (এসওএইচআর)। সংস্থাটি জানিয়েছে, রবিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে ব্যাপক নৃশংসতার ঘটনা ঘটেছে। (সূত্র: বিবিসি)
এসওএইচআর-এর তথ্যানুসারে, নিহতদের মধ্যে ৩০০ জন ছিলেন দ্রুজ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের। এদের মধ্যে ১৪৬ জন ছিলেন যোদ্ধা এবং ১৫৪ জন সাধারণ বেসামরিক নাগরিক। এই বেসামরিকদের মধ্যে ৮৩ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে সিরিয়ার সরকারি বাহিনী বলে অভিযোগ।
সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনীর ২৫৭ জন সদস্য এবং বেদুইন সম্প্রদায়ের ১৮ জন যোদ্ধাও নিহত হয়েছেন। ব্রিটিশ সংস্থাটি আরও জানায়, দ্রুজ যোদ্ধারা পাল্টা হামলায় তিনজন বেদুইন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
সংঘর্ষের সূত্রপাত মূলত দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যকার পুরনো বিরোধ থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ার সরকারি বাহিনীর আরও ১৫ জন সেনা নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষায় এবং সিরীয় বাহিনীকে সুইদা থেকে সরাতে এই অভিযান চালিয়েছে।
তবে এসওএইচআর-এর এই তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে কেউ কেউ নিহতের সংখ্যা অন্তত ৩০০ বলে জানালেও পরিসংখ্যানে তার তারতম্য রয়েছে।
আরও একটি নিরীক্ষা সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তাদের হিসাবে অন্তত ১৬৯ জন বেসামরিক নাগরিক এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com