[ad_1]
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, দুর্গম পাহাড়, চরাঞ্চল কিংবা সীমান্তবর্তী ব্রডব্যান্ড-বঞ্চিত এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
এ সময় স্টারলিংকের আন্তর্জাতিক প্রতিনিধি দল উপস্থিত ছিল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক বিষয়ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরাসরি দিকনির্দেশনা ও উদ্যোগে স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা চালু করেছে। প্রযুক্তির এ ধাপ শুধু সংযোগই নয়, বরং দেশের ডিজিটাল পরিকাঠামোর জন্য এটি একটি ঐতিহাসিক অগ্রগতি।
গত তিন মাস ধরে পরীক্ষামূলক সম্প্রচারের পর শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে সেবা চালু করে স্টারলিংক। প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ১০ বছরের জন্য দুটি লাইসেন্স পায়— একটি ‘স্যাটেলাইট অপারেটর লাইসেন্স’ এবং অপরটি ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’।
স্টারলিংকের সেবা গ্রহণে গ্রাহকদের শুরুতেই প্রায় ৪২ হাজার টাকা খরচে একটি সেটআপ কিট কিনতে হবে। এতে থাকবে স্যাটেলাইট রিসিভার ডিস, রাউটার, পাওয়ার সাপ্লাইসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাংশ।
মাসিক ভিত্তিতে গ্রাহকেরা দুটি প্যাকেজের মধ্যে থেকে যেকোনো একটি বেছে নিতে পারবেন:
স্টারলিংক রেসিডেন্সিয়াল: মাসিক মূল্য ৬,০০০ টাকা, আনলিমিটেড ইন্টারনেট এবং সর্বোচ্চ ৩০০ এমবিপিএস গতি।
স্টারলিংক লাইট: মাসিক মূল্য ৪,২০০ টাকা, কম খরচে নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা।
এ সেবা চালুর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও এখন থেকে সহজেই উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব হবে, যা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এবং প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com