আ.লীগ শাহী আর বিএনপি ছেঁচড়া চাঁদাবাজ

Reporter Name / ৬৫ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫


“অনেকেই বলেন; হুজুর, আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ। দুইটার মধ্যে পার্থক্য কী? আমি বলি—একটা হলো ছেঁচড়া চাঁদাবাজ, আরেকটা হলো শাহী চাঁদাবাজ,” রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সমাবেশে এ মন্তব্য করেন চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, “আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি করে—এরা হলো শাহী চাঁদাবাজ। অন্যদিকে, বিএনপি হলো ছেঁচড়া চাঁদাবাজ, যারা মুচির কাছে, ঋষির কাছে, টেম্পুস্ট্যান্ডে গিয়ে চাঁদা তোলে।”

ভারতের সমালোচনা করে তিনি বলেন, “ভারত ও বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া আসল বিভাজন নয়। আমাদের আসল পার্থক্য হলো আদর্শ ও নীতিতে। এ দেশ মুসলমানদের দেশ, এটাই সবচেয়ে বড় পার্থক্য। ভারত যদি ইসলামকে ধ্বংস করতে পারে, তাহলে একদিন চাটুকার ও দালালদের মাধ্যমে বাংলাদেশকে দখল করে নেবে। যেমনটি তারা করেছে সিকিম, কাশ্মীর এবং হায়দরাবাদের ক্ষেত্রে।”

তিনি আরও বলেন, “ভারত এমন একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে ফয়জুল করিম বলেন, “জীবনে অনেকবার নৌকা, লাঙ্গল ও ধানের শীষকে পরীক্ষা করেছেন আপনারা। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা যদি একবার ফেল করি, তাহলে আর জীবনে পরীক্ষার হলে যাব না।”

সমাবেশে সভাপতিত্ব করেন মো. রবিউল ইসলাম শাহীন। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আলমগীর হোসাইন তালুকদার। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/