ফেনী খালেদা জিয়ার ঘাঁটি, এনসিপির জায়গা নেই

Reporter Name / ৯৪ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ফেনীতে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের নেতা নুর আলম সোহাগ। রোববার (২০ জুলাই) দুপুরে সোনাগাজী উপজেলার জিরো পয়েন্ট এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন।

তবে ছাত্রদল নেতা সোহাগের এ বক্তব্য জেলা ছাত্রদলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানানো হয়েছে।

এদিকে, আগামীকাল সোমবার (২১ জুলাই) বিকেলে ফেনীর মহিপালে পথসভা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি। ওই সমাবেশে জুলাইয়ের ‘নায়ক’ এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য মতে, রোববার দুপুরে সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব নুর আলম সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্যকালে ছাত্রদল নেতা সোহাগ বলেন, “এনসিপির একটি ছেলে আমাদের জাতীয়তাবাদী দলের একজন গুম হওয়া স্থায়ী কমিটির সদস্যকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আগামীকাল আপনাদের ফেনীতে একটি প্রোগ্রাম রয়েছে। আপনারা যদি সেই বক্তব্যের জন্য ক্ষমা না চান, তাহলে আপনাদের ফেনীতে প্রবেশ করতে দেওয়া হবে না।
এই দেশ জাতীয়তাবাদী দলের, এই দেশ দেশনেত্রী খালেদা জিয়ার এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের। এই দেশে রাজনীতি করতে হলে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই করতে হবে।”

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান রিজভী বলেন, “ছাত্রদল নেতা সোহাগের হুমকির বিষয়টি জানার পর আমরা জেলা বিএনপি এবং ছাত্রদল নেতাদের অবহিত করেছি। তারা জানিয়েছেন, এ বক্তব্যের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। এটি সোহাগের একান্তই ব্যক্তিগত বক্তব্য।”

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, “ছাত্রদল নেতা সোহাগের বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি আমাদের দলীয় বা সাংগঠনিক বক্তব্য নয়। তবে সম্প্রতি এনসিপির কিছু নেতৃবৃন্দ বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে যেসব বিরূপ মন্তব্য করছেন, তা দেশের সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি করছে। আমরা তাদের এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/