[ad_1]
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) ভোররাতে উপজেলার গোমতি ইউনিয়নের ধলিয়া পাড়া এলাকায়।
বিজিবির সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সশস্ত্র ইউপিডিএফ সদস্যরা টহল দলের ওপর গুলি চালালে বিজিবি পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে।
গুলি বিনিময়ের পর ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি সদস্যরা ২টি বিদেশি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান, ১৬ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং পুরো এলাকা ঘিরে তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজিবি বলছে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, অবৈধ অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com