হাফেজকে পিটিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকও নিহত

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫


সাতক্ষীরার তালা উপজেলায় মাদরাসার হাফেজ শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই মানসিক ভারসাম্যহীন ঘাতক রাজু গাজীকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় জনতা।

রোববার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে তালা উপজেলার শাহপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হাফেজ শরিফুল ইসলাম গাজী (৪৮) হরিহরনগর গ্রামের হাজী আলীমুদ্দীন গাজীর ছেলে। তিনি শাহপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন।

ঘাতক রাজু গাজী (৪৪) একই উপজেলার শাহপুর গ্রামের খোকন গাজীর ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, রাজু গাজী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন এবং নেশায় আসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি মাদরাসার এক ছাত্রকে বিরক্ত করছিলেন। তখন হাফেজ শরিফুল তাকে বাধা দেন ও বাড়ি ফিরে যেতে বলেন।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাজু গাজী পেছন থেকে কাঠের লাঠি দিয়ে হাফেজ শরিফুলের মাথায় আঘাত করেন। তিনি মাটিতে পড়ে গেলে বারবার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে কয়েক গ্রামের লোকজন একত্রিত হয়ে রাজুকে গণপিটুনি দেয়। রাজুও ঘটনাস্থলেই মারা যান।

তালা থানার ওসি মাঈন উদ্দীন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/