চিত্রনায়ক জসীমের ছেলে ও গায়ক এ কে রাতুল আর নেই

Reporter Name / ২০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে এবং জনপ্রিয় রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন। আজ শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে ব্যায়াম করার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন।

পরিবার সূত্রে জানা গেছে, জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। পরে লুবানা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ কে রাতুল ছিলেন শুধু একজন ব্যান্ডশিল্পীই নয়, বরং দেশের রক সংগীতের অন্যতম প্রভাবশালী মুখ। ব্যান্ড ‘ওন্ড’-এর হয়ে তিনি তিনটি গুরুত্বপূর্ণ অ্যালবাম প্রকাশ করেন— ২০১৪ সালে ‘ওয়ান’, ২০১৭ সালে ‘টু’ এবং ২০২১ সালে ইপি ‘এইটিন’। প্রতিটি অ্যালবামেই তার কণ্ঠস্বর, গায়কী ও সুরের বৈচিত্র্য সংগীতপ্রেমীদের কাছে ব্যাপক সাড়া ফেলেছিল।

ব্যান্ডের সদস্য প্রীতম আরেফিন সংবাদমাধ্যমকে রাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগীতশিল্পী হিসেবে রাতুল কেবল ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন না, একইসঙ্গে একজন দক্ষ প্রযোজক হিসেবেও তার খ্যাতি ছিল। দেশের বেশ কয়েকটি রক ব্যান্ডের একক গান ও অ্যালবাম তৈরিতে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন। তার প্রযোজিত কাজগুলো আজও তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয়।

চিত্রনায়ক জসীমের পরিবারের অনেকেই সংগীত জগতে যুক্ত। রাতুলের দুই ভাই এ কে রাহুল ও এ কে সামিও রক সংগীতের পরিচিত মুখ।

রাতুলের অকাল প্রয়াণে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, বন্ধু ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে স্মরণ করে শোক প্রকাশ করছেন। তিনি রেখে গেছেন একটি সমৃদ্ধ সংগীত উত্তরাধিকার এবং একঝাঁক ভালোবাসার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/