[ad_1]
জাতিসংঘ বাংলাদেশে একটি মানবাধিকার অফিস স্থাপন করতে চায়, এ নিয়ে মুখ খুলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “জাতিসংঘ অফিস করতে চাচ্ছে মানেই এই না যে এখন আমাদের মানবাধিকার পরিস্থিতি খারাপ। বরং একটি অফিস থাকলে, যেই সরকারই ক্ষমতায় থাকুক না কেন, আমরা যেন মানবাধিকারের বিষয়ে আরও সচেতন থাকতে পারি, সেটাই মূল উদ্দেশ্য।”
রোববার (২৭ জুলাই) সকালে সাভারে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে ‘জুলাই স্মৃতিচারণ ও আলোচনা সভায়’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বিগত সময়গুলোতে যারা ক্ষমতায় থেকেছে, তাদের পৃষ্ঠপোষকতায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে। মানবাধিকার বিষয়গুলো অনেক সময় কাঠামোগত সমস্যা থেকেও সৃষ্টি হয়।”
ফরিদা আখতার বলেন, “মানবাধিকার কমিশনের নানা প্রতিবেদনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের কার্যকলাপ আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড হয়ে গেছে।”
‘মব জাস্টিস’ বা গণপিটুনির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবিলা করতে চাই। আমাদের সরকারের একটা নীতি হলো—বিনা প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা এবং কঠোর দমননীতি থেকে বিরত থাকা। তবে সেটা করতে গিয়েই কখনও কখনও আমরা অতিরিক্ত ধৈর্যের পরিচয় দিই বলে মনে হতে পারে।”
তিনি আরও বলেন, “মব সৃষ্টির বিষয়টি একটি সামাজিক সমস্যা। এর পেছনের কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। মিডিয়া চাইলে এখানে বড় ভূমিকা রাখতে পারে।”
আলোচনা সভায় গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসাইনসহ বিভিন্ন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com