[ad_1]
জামালপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪ হাজার ১০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেনজামালপুর সদরের দয়াময়ী মোড় এলাকার খন্দকার আলী আকবর আজম (৪৬), বোষপাড়া এলাকার শাহরিয়ার আহমেদ শিপু (৩০) এবং কাচাসড়া এলাকার সাগর রহমান শাকিল (২৫)।
রোববার (২৭ জুলাই) বিকেল ৪টায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের দিকনির্দেশনায় ডিবি-১ এর অফিসার ইনচার্জ নাজমুস সাকিবের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের দয়াময়ী মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহরিয়ার আহমেদ শিপু ও সাগর রহমান শাকিলকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে বোষপাড়ার সাততলা ভবনের চতুর্থ তলা থেকে খন্দকার আলী আকবর আজমকে আটক করা হয়। তার দেহ ও বাসা তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার ইয়াবার মধ্যে ছিল ১,৪০০ পিস পলিথিনে মোড়ানো, ৬০০ পিস জিপার ব্যাগে এবং ২,০০০ পিস ইয়াবা আলমারিতে রাখা ৪০টি পোটলায়।
এছাড়া উদ্ধার করা হয় ১ গ্রাম ইয়াবা গুঁড়া এবং নগদ ২৮,০৮০ টাকা। উদ্ধার মাদকের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩ হাজার টাকা।
ডিবির ওসি মো. নাজমুস সাকিব জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, “জেলা পুলিশ সব সময় মাদক ও অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখছে। মাদক শুধু ব্যক্তি নয়, একটি গোটা প্রজন্মকে ধ্বংস করতে পারে। এই কারণে মাদকবিরোধী অভিযান আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, “ডিবি-১ এর ওসি নাজমুস সাকিবের পেশাদারিত্ব, গোয়েন্দা দক্ষতা এবং নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযান একটি অনুকরণীয় দৃষ্টান্ত। শুধুমাত্র মাদক উদ্ধার নয়, অভিযানের পর আইনগত প্রক্রিয়াও সুচারুভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি সকল সাংবাদিক, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান, “মাদকবিরোধী যুদ্ধে তথ্য দিয়ে সহায়তা করুন, আইনগত ব্যবস্থা আমরা নেব। মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com