[ad_1]
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
বিভাগভিত্তিক ভর্তি হওয়া রোগীদের সংখ্যা অনুযায়ী, বরিশালে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন এবং দক্ষিণ সিটিতে ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন। খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৩০ জন রোগী। এ পর্যন্ত ২০২৫ সালে হাসপাতালে ভর্তি হয়ে মোট ১৮ হাজার ২২৩ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৯ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।
গত একদিনে ডেঙ্গুতে যেসব মৃত্যুর খবর পাওয়া গেছে, তাদের মধ্যে একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা, একজন উত্তর সিটি করপোরেশনের এবং অপরজন রাজশাহী বিভাগের।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com