[ad_1]
সীমান্ত সংঘাত নিরসনে মালয়েশিয়ার মধ্যস্থতায় আলোচনায় বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। রোববার থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
থাই প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র জিরায়ু হুয়াংসাপ জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আঞ্চলিক শান্তি প্রচেষ্টার বিষয়ে আলোচনা করতে ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই সোমবারের বৈঠকে অংশ নেবেন।
মুখপাত্র আরও জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতও বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যদিও কম্বোডিয়ার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে জানান, তিনি থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং সংঘাত অব্যাহত থাকলে দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখবেন বলে সতর্ক করেছেন। এরপর তিনি জানান, উভয় দেশ যুদ্ধবিরতি আলোচনা করতে সম্মত হয়েছে।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, তার দেশ তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, থাইল্যান্ডও আক্রমণ বন্ধে সম্মত হয়েছে।
হুন মানেত আরও জানান, তিনি তার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সমন্বয় করতে এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করে যুদ্ধবিরতি বাস্তবায়নের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।
এদিকে থাই প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হলেও, কম্বোডিয়ার পক্ষ থেকে বাস্তব সদিচ্ছা থাকা জরুরি। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফুমথাম দ্রুত দ্বিপাক্ষিক বৈঠকের আহ্বান জানিয়েছেন, যাতে শান্তিপূর্ণ সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা যায়।
উল্লেখ্য, চতুর্থ দিনে গড়ানো এই সীমান্ত সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত এবং এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com