দিল্লিকে হুঁশিয়ারি, শেখ হাসিনাকে ‘পুশইন’ করার আহ্বান

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেন, “পুশইন করলে শেখ হাসিনাকে করুন, আওয়ামী সন্ত্রাসীদের করুন।”

রোববার (২৭ জুলাই) বিকালে শেরপুর শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে আয়োজিত জনসভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, “প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং আওয়ামী সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের যে স্বপ্ন, যে চাওয়া-পাওয়া, গত এক বছরে কিছুই পূরণ হয়নি। তাই আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করব না। যদি কেউ ৯৫টি ভালো কাজ করে, তাকে ভালো বলব। কিন্তু যদি পাঁচটি খারাপ কাজ করে, সেটাও স্পষ্ট করে বলব।”

সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “মাইলস্টোনের ঘটনার পেছনে কারা জড়িত; সেটা জাতি জানতে চায়। কোন করপোরেট সংগঠন বা বাহিনী এর সঙ্গে যুক্ত, সেটাও পরিষ্কার হওয়া দরকার।”

এর আগে কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

জনসভায় বক্তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশ ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/