ধিক তোমাকে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট! – Bangla Affairs

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫


একসময়কার জনপ্রিয় চিত্রনায়ক এবং স্বাধীনতা যুদ্ধভিত্তিক ঐতিহাসিক চলচ্চিত্র “ওরা ১১ জন”-এর প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। শুধু চলচ্চিত্র নয়, তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের সম্মুখযোদ্ধা; একজন বাস্তবের বীর। কিন্তু সেই বীর মুক্তিযোদ্ধা আজ ক্ষোভ ও হতাশায় নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন সামাজিক মাধ্যমে।

আজ ২৭ জুলাই, দুপুর ১১টা ১৭ মিনিটে নিজের ফেসবুক পেইজে একটি ছবি-সংযুক্ত পোস্টে তিনি লেখেন, “দুজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি, কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই; ২৫ জন বসার জায়গা হলে ১০০ জন রোগী দাঁড়িয়ে আছেন। সিনিয়র সিটিজেন হিসেবে বা মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোনো সম্মান নেই। কেবিন ভাড়া দ্বিগুণ হয়েছে। সেবাদানকারী বাহিনীরাও বিল থেকে কমিশন পান, কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কোনো ছাড় বা মূল্যায়ন নেই। কী কাজে আসে এই সার্টিফিকেট বা আইডেন্টিটি কার্ড? কোনো অভিযোগ নয়, শুধু একটি দীর্ঘশ্বাস।”

এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বহু মানুষ মন্তব্যে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রীয় অব্যবস্থাপনা নিয়ে।

এরপর আরও একটি পোস্টে তিনি নিজের অর্জন ও অবদানকে নিয়েই রূঢ় ভাষায় প্রশ্ন তোলেন। লিখেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’-এর প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।”

এই হতাশার সঙ্গে সঙ্গে তার কিছু স্ট্যাটাসে উঠে আসে আত্মজিজ্ঞাসা ও রূপকের ব্যঞ্জনা। একটিতে তিনি লেখেন, “পরিষ্কার পানিতে মাছ পাওয়া যায় না, ঘোলা বা ময়লা পানি দরকার হয় মাছ শিকারের জন্য।”
আরেকটিতে আত্মপ্রত্যয়ের কণ্ঠস্বর, “যিনি সময় তৈরি করেছেন, তুমি তাকে সেই সময় দাও, তিনি তোমার সময় বদলে দেবেন।”

সোশ্যাল মিডিয়ার অনেক ব্যবহারকারী বলছেন, এটি কেবল একজন সোহেল রানার অভিমান নয়, বরং একটি প্রজন্মের, একটি মূল্যবোধের, এক শ্রেণির মানুষের হতাশা ও অবমূল্যায়নের প্রতিচ্ছবি। একজন খ্যাতিমান ব্যক্তি যখন এমন করে ক্ষোভ প্রকাশ করেন, তখন সাধারণ মুক্তিযোদ্ধাদের অবস্থা আরও উদ্বেগজনক বলে মনে করছেন অনেকে।

বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং সাধারণ মানুষ ইতোমধ্যে মন্তব্যে সোহেল রানার পাশে থাকার কথা জানিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় বা সরকারি পর্যায় থেকে এখনো পর্যন্ত তার এই বক্তব্য বা অভিজ্ঞতা সম্পর্কে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া আসেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/