[ad_1]
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মদ্যপানের সময় কথাকাটাকাটির জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার বন্ধুরা। নিহতের নাম উসাইশৈ মারমা (১৮)। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটে গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে, আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা এলাকার দেবকুম সড়কে। আজ রবিবার দুপুরে একই ইউনিয়নের তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত উসাইশৈ মারমা নোয়াপতং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খক্ষ্যং হেডম্যান পাড়ার বাসিন্দা শৈশৈ নু মারমার ছেলে। তবে তিনি বর্তমানে কচ্ছপতলী বাজার এলাকায় বসবাস করতেন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বাসামং মারমার ছেলে হ্লাথোয়াই মারমা (৩৫) এবং চিংনুমং মারমার ছেলে উনুপ্রু মারমা (২৬)। তারা দুজনই শীলবান্ধা পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে তিন বন্ধু মিলে গ্রামে মদ্যপান করছিলেন। গভীর রাত পর্যন্ত চলতে থাকা মদ্যপানের একপর্যায়ে তারা কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রাগান্বিত হয়ে অভিযুক্তরা উসাইশৈকে একটি সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং লাঠি দিয়ে আঘাত করে। পরে মাথায় পাথর দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে তার মরদেহ খালে ভাসিয়ে দেয়।
পরদিন থেকে পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করে। অবশেষে রবিবার তারাছা খালের বেক্ষ্যং ওয়াব্রাক্রী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংচঙ্গ্যা বলেন, “মদ্যপানকে কেন্দ্র করে কথাকাটাকাটি থেকেই হত্যার ঘটনা ঘটে। দুদিন পর পুলিশ মরদেহ উদ্ধার করে।”
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুর করিম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com