[ad_1]
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে রোববার তিনি এই হুমকি দেন। এ সময় তিনি বলেন, যদি খামেনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে ভবিষ্যতে ইসরায়েলের আঘাত আরও শক্তিশালী হবে এবং এবার তিনি নিজেও সরাসরি লক্ষ্যবস্তু হবেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্য উদ্ধৃত করেছে। ইরান এ হুমকির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয়। ইরান পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ সময় যুক্তরাষ্ট্রও ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। ১২ দিনব্যাপী এ সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়ে থামে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সর্বশেষ মন্তব্য দুই দেশের উত্তেজনাকে আবারও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com