ঐকমত্য বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


জাতীয় ঐকমত্য কমিশনের চলমান রাজনৈতিক সংলাপ থেকে বৈঠকের মাঝপথেই ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে অংশ নিয়ে কিছুক্ষণ পরেই বৈঠক ত্যাগ করেন দলের প্রতিনিধিরা।

জানা গেছে, সরকারি কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), এবং ন্যায়পাল (অম্বডসম্যান) নিয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা চলাকালে বিএনপি প্রতিনিধি দল সংলাপ থেকে সরে যায়।

বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমেদ জানান, এই আলোচনার বিষয়বস্তু বিএনপির আপত্তির কারণে তারা আলোচনায় অংশগ্রহণ করবে না এবং বৈঠক ত্যাগ করেন।

এ নিয়ে ২০তম দিনের মতো চলা সংলাপে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। বিএনপির পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে সরকারের ইচ্ছার প্রতিফলন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সংলাপের বাকি অংশে অন্যান্য দলগুলো তাদের মতামত উপস্থাপন করে। বিএনপির হঠাৎ এই সরে দাঁড়ানোকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

এই বৈঠকের বিস্তারিত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানো হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/