[ad_1]
বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তাসকিন এক বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর করেছেন এবং হুমকি দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল রাতে রাজধানীর মিরপুর এক নম্বর এলাকায়। পরে রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ।
এ বিষয়ে থানার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি না হলেও, একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, তাসকিন পূর্বপরিচিত সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে এনে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে আঘাত করেন এবং তাকে হুমকিও দেন। অভিযোগে তাদের বন্ধুত্বের সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে।
তাসকিনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যক্তিগত ফোন নম্বর বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপে করা কলেও কোনো সাড়া মেলেনি। তাঁর বাবা আব্দুর রশিদের ফোনও বন্ধ ছিল।
উল্লেখ্য, তাসকিন আহমেদ সম্প্রতি ২৪ জুলাই শেষ হওয়া বাংলাদেশ–পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন। মাঠে পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের এ অভিযোগ তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com