টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ নারী, উদ্ধার হয়নি ১৭ ঘন্টায়ও

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর সন্ধান ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি। সোমবার দুপুর ১টা পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনো চলছে।

রোববার রাত ৮টা ৩০ মিনিটের দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইমপেরিয়াল হাসপাতালের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে হাঁটার সময় রাস্তায় পানি জমে থাকায় ম্যানহোলটি দেখা যায়নি। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি পানির প্রবল স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ নারীর নাম জ্যোতি (৩২)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। জানা গেছে, রোববার রাতে তিনি ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে এসেছিলেন।

স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারচেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও বিশেষ ডুবুরি দল রাতভর অভিযান চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, “উদ্ধার অভিযান এখনও চলছে। প্রচণ্ড স্রোত, সরু ড্রেনপথ ও আবহাওয়ার কারণে আমাদের কাজ ব্যাহত হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এদিকে খোলা ম্যানহোল ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/