[ad_1]
নিরাপত্তার কারণে পাকিস্তানি তীর্থযাত্রীদের ইরান ও ইরাকে সড়কপথে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামাবাদ। রোববার (২৭ জুলাই) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আরবাইন উপলক্ষে তীর্থযাত্রীদের যাতায়াত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেলুচিস্তান সরকার এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সড়কপথে যাতায়াত বন্ধ রাখার বিষয়টি অপরিহার্য হয়ে উঠেছে।
প্রতিবছর প্রায় সাত লাখ পাকিস্তানি কারবালায় যান ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে আয়োজিত ‘আরবাইন’-এ অংশ নিতে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে সরকার।
তবে আকাশপথে তীর্থযাত্রীদের যাতায়াত চালু থাকবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এরই মধ্যে অতিরিক্ত ফ্লাইটের ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে তীর্থযাত্রীরা সহজে ভ্রমণ করতে পারেন।
রবিবার প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করেন মহসিন নকভি। বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মাশহাদ শহরে পাঁচ হাজার পাকিস্তানি তীর্থযাত্রীর জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। দুই দেশের মধ্যে মে মাসে এক চুক্তি হয়েছিল যাতে আরবাইন উপলক্ষে মুহাররম ও সফর মাসজুড়ে সীমান্ত ২৪ ঘণ্টা খোলা রাখার কথা বলা হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে সমুদ্রপথে যাত্রার সম্ভাবনাও পর্যালোচনা করছিল উভয় দেশ।
তবে শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সড়কপথ বন্ধ রাখার সিদ্ধান্তই কার্যকর হলো।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com