[ad_1]
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব বলেন, “নির্বাচন সামনে রেখে প্রশাসনে কী ধরনের রদবদল প্রয়োজন হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সিদ্ধান্তও গৃহীত হয়েছে।”
তিনি আরও বলেন, “সব জায়গায় রদবদলের কোনো সিদ্ধান্ত হয়নি। যেখানে প্রয়োজন মনে করা হচ্ছে, কেবল সেসব জায়গায়ই রদবদল করা হবে।”
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করতেই এসব আলোচনা ও সম্ভাব্য রদবদলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে রদবদলের প্রক্রিয়া ও তালিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা ও সিভিল প্রশাসনের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কিছু স্তরে রদবদল একটি সময়োপযোগী পদক্ষেপ হতে পারে। তবে এ ধরনের রদবদল কতটা কার্যকর ও গ্রহণযোগ্য হয়, তা নির্ভর করবে এর বাস্তবায়ন ও নিরপেক্ষতার ওপর।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com