যান্ত্রিক ত্রুটিতে ঢাকা ফিরল দাম্মামগামী ফ্লাইট

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫


সোমবার বিমানের বিজি-৩৪৯ ফ্লাইটটি বিকেল ৩টায় দাম্মামের উদ্দেশে ছাড়ার কথা ছিল। তবে ৩৩ মিনিট দেরিতে উড়োজাহাজটি ৩টা ৩৩ মিনিটে উড্ডয়ন করে। কিন্তু উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর, ৪টা ৩৩ মিনিটে উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা যায়, এই ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল প্রায় সাড়ে চার শত আসনের বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ দিয়ে। উড়োজাহাজটি প্রায় পূর্ণ যাত্রী নিয়েই দাম্মামের উদ্দেশে যাত্রা করেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে ফিরে আসতে বাধ্য হয়।

বিমানের জনসংযোগ ব্যবস্থাপক আল মাসুদ খান জানান, উড়োজাহাজটি উড্ডয়নের পর কেবিন প্রেশারে একটি বিপদ সংকেত পান পাইলট। এমন পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে পাইলট ঢাকায় ফিরে আসেন।

তিনি আরও জানান, ফেরত আসার পর যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে দাম্মাম পাঠানো হয়।

এর আগে ড্রিমলাইনারও পড়ে যান্ত্রিক ত্রুটিতে

এর আগে, ২৪ জুলাই আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটিতে পড়ে। দুবাই থেকে আসা ফ্লাইট বিজি-১৪৮ বৃহস্পতিবার সকালে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চট্টগ্রামে অবতরণের পর ফ্লাইটটি সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। বিমানের ল্যান্ডিং গিয়ারের দরজা ঠিকভাবে বন্ধ না হওয়ায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছিল। ফলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট জরুরি সিদ্ধান্তে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসেন এবং সকাল ৮টা ৫৮ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/