[ad_1]
রিয়াল মাদ্রিদে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। যেখানে কপাল পুড়তে যাচ্ছে ৫ ফুটবলারের। যাদের মধ্যে রয়েছেন তারাকারাও। সাবেক কিংবদন্তি মিডফিল্ডার শাবি আলোনসো এখন দলের দায়িত্বে। তাঁর অধীনে একদম শুরু থেকেই বদলে যেতে যাচ্ছে ক্লাবের কাঠামো। মাঠের বাইরে যেমন সিদ্ধান্তে স্পষ্টতা, তেমনি মাঠেও বদল আসবে খেলোয়াড়দের ভূমিকায়। নতুন কোচ নিজের পছন্দের স্কোয়াড সাজাতে গিয়ে ছেঁটে ফেলতে যাচ্ছেন অন্তত পাঁচজন ফুটবলারকে। এর মধ্যে দুইজন ব্রাজিলিয়ান তরুণ রদ্রিগো ও এন্দ্রিকের নামও আছে।
এ বছরের ৪ আগস্ট থেকে শুরু হচ্ছে রিয়ালের অনুশীলন। তার আগেই অনানুষ্ঠানিকভাবে ফুটে উঠছে নতুন মৌসুমের জন্য আলোনসোর ভাবনা। যেসব খেলোয়াড় তার পরিকল্পনায় নেই, তাদের ছেড়ে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। ইউরোপীয় সংবাদমাধ্যমে যে পাঁচজনের নাম উঠে এসেছে, তারা হলেন: রদ্রিগো গোস, এন্দ্রিক, ডেভিড আলাবা, দানি সেবাওস এবং ফেরল্যান্ড মেন্ডি।
ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো গত মৌসুমে কার্লো আনচেলত্তির গুরুত্বপূর্ণ অস্ত্র ছিলেন। তবে শাবি আলোনসোর চোখে তিনি অতটা কার্যকর নন বলেই মনে হচ্ছে। রদ্রিগোর ট্রান্সফার ভ্যালু এখনো বেশ চড়া, প্রায় ১০০ মিলিয়ন ইউরো। আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামসহ ইংল্যান্ডের কয়েকটি ক্লাব ইতোমধ্যে তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
অন্যদিকে, রিয়ালে গত মৌসুমেই আড়ম্বরের সঙ্গে যোগ দেওয়া আরেক ব্রাজিলিয়ান এন্দ্রিককে নিয়েও কোচের আস্থার ঘাটতি দেখা যাচ্ছে। ৩৭ ম্যাচে ৭ গোল করা এই তরুণ ফরোয়ার্ড ইনজুরির কারণে মৌসুমের শুরুতে মাঠের বাইরে থাকবেন। রিয়াল চাইছে, তাকে লোনে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হোক যাতে নিয়মিত খেলার সুযোগ পান।
অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা চোট এবং পারফরম্যান্স দুয়ের কারণেই আলোচনায়। নতুন কোচের পরিকল্পনায় তার জায়গা অনিশ্চিত।
দানি সেবাওস মাঝমাঠে মাঝে মাঝে ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবে বাদ পড়তে পারেন।
ফেরল্যান্ড মেন্ডি একসময় রিয়ালের নির্ভরযোগ্য লেফটব্যাক হলেও চোটের কারণে তার গুরুত্ব কমেছে। নতুন কোচ তার পরিবর্তে অন্য কাউকে আনার চিন্তায় রয়েছেন।
গত মৌসুমে রিয়ালের পারফরম্যান্স ছিল প্রত্যাশার নিচে। কোনো মেজর ট্রফি জিততে পারেনি তারা। বার্সেলোনার কাছে বারবার হার, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকেও ছিটকে পড়া, সব মিলিয়ে একরাশ হতাশা। ফিফা ক্লাব বিশ্বকাপে আলোনসো দায়িত্ব নেওয়ার পরও বড় সাফল্য আসেনি। নতুন মৌসুমে সেই ব্যর্থতা পুষিয়ে দিতে কোচ দলে আনতে চাইছেন প্রয়োজনীয় রদবদল।
আগস্টের শুরুতেই অনুশীলন ক্যাম্প বসবে ভালদেবেবাসে। তখনই কোচ চূড়ান্ত তালিকা ক্লাবকে জানাবেন বলে ধারণা। এই পাঁচজন ছাড়াও আরও কিছু নাম পরে যুক্ত হতে পারে। আবার রিয়াল হয়তো কিছু সিদ্ধান্তে বদলও আনতে পারে, যদি উপযুক্ত বিকল্প না পাওয়া যায়। তবে আপাতত স্পষ্ট যে শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদে নতুন ভাবনার ছাপ পড়তে যাচ্ছে খেলোয়াড় তালিকাতেই।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com