সাতক্ষীরার শ্যামনগরে নিজস্ব জমি রক্ষার দাবিতে এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রায় ৪০০ জমির মালিক। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার হরিনগর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। এতে বক্তব্য দেন জমির মালিক আব্দুল হালিম, সিদ্দিক গাজী, আলিম কাগুজী, বক্তিয়ার গাজী, নুরুল হক, শিবপদ মৃধা, অনেশ মল্লিক, জয়নাল আবেদিন, আব্দুল আলিমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী ভূমিদস্যু সাইদুর রহমান দীর্ঘদিন ধরে তাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছেন। তারা জানান, ৪০০ জন মালিকের প্রায় ১ হাজার বিঘা জমির ‘হারি’ বাবদ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেও তা ফেরত দিচ্ছেন না সাইদুর রহমান। বরং প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে ও সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন।
তারা আরও অভিযোগ করেন, ইতোমধ্যে সাইদুর রহমানের প্রভাবে ২৫৪ জন ঘের মালিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে তিনটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মানববন্ধনে বক্তারা এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জমির মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন, যেন ভূমিদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে নিজ নিজ জমিতে শান্তিপূর্ণভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন।
https://slotbet.online/