কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামে এক ভাড়া বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাহেদা আক্তার (৩৫) ও তার মেয়ে মিশু আক্তার (১৪)।
পুলিশ জানায়, সোমবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় তারা বিষপান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা গেছে, তারা ফেনীর ছাগলনাইয়ার জয়নগর গ্রামের বাসিন্দা। জাহেদার স্বামী মীর হোসেন একজন রাজমিস্ত্রী। পারিবারিক সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মীর হোসেন বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে তা পরিশোধে ব্যর্থ হন। আর্থিক সংকট ও দাম্পত্য কলহের কারণে পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান এবং পরে রামপুর গ্রামে আবুল খায়েরের বাসায় ভাড়া থাকতেন।
ঘটনার পর থেকে মীর হোসেন পলাতক রয়েছেন। পুলিশ বলছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।
https://slotbet.online/