ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩ আগস্ট।

সোমবার (২৮ জুলাই) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৩ আগস্ট দুপুর ১২টা থেকে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা, যা রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দেওয়া যাবে।

ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে পারবে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি ও ২০২৩ বা ২০২৪ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা, যারা নির্ধারিত একাডেমিক যোগ্যতা পূরণ করবেন।

এবার দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তাদের পূর্বের আবেদন স্বয়ংক্রিয়ভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদনে রূপান্তরিত হবে। কেউ আবেদন প্রত্যাহার করলে জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে।

আবেদনকারীরা কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, এবং ব্যবসায় শিক্ষা—এই তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রতিটি ইউনিটের জন্য পৃথক নির্দেশিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটি ধাপে:

২২ আগস্ট (শুক্রবার), বিকেল ৩টা–৪টা: কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট

২৩ আগস্ট (শনিবার), সকাল ১১টা–দুপুর ১২টা: বিজ্ঞান ইউনিট

২৩ আগস্ট (শনিবার), বিকেল ৩টা–৪টা: ব্যবসায় শিক্ষা ইউনিট

বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/