[ad_1]
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সংস্কার যদি মানুষের কল্যাণে না আসে, তাহলে সেই সংস্কার কোনো কাজেই আসে না।”
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে শহীদ পরিবারদের পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মির্জা ফখরুল বলেন, “রাজনৈতিক পটপরিবর্তনের ফলে অনেকেই ভালো অবস্থানে গেছেন, মন্ত্রী হয়েছেন, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছেন। কিন্তু যেসব মানুষ আত্মাহুতি দিয়েছেন, যারা গুম-খুনের শিকার হয়েছেন—তাদের পরিবারগুলো এখনও অবহেলিত।”
তিনি অভিযোগ করেন, সরকার শিশুদের উন্নয়ন বা শহীদ পরিবারদের পুনর্বাসনের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এসময় তিনি প্রত্যাশা করেন, সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে।
গুম ইস্যুতে মির্জা ফখরুল বলেন, “গুম হওয়া মানুষদের ফিরিয়ে আনা যাবে কি না, সেটা নিশ্চিত বলা কঠিন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত। যদি তাদের জন্য কিছু না করা হয়, তাহলে আমাদের সবাইকেই দায় নিতে হবে।”
তিনি আরও জানান, গুম কমিশন প্রতিবেদন জমা দিলেও নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনো কার্যকর কোনো অগ্রগতি হয়নি।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানান এবং একটি মানবিক রাজনৈতিক সংস্কৃতির জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর জোর দেন।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com