সরকার গঠন ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে জাতীয় সরকার গঠন কিংবা নির্বাচন আয়োজন একান্তভাবেই অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, চীন আশা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপি ও জামায়াতের সঙ্গে চীনের সম্পর্ক বিষয়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, “বিগত সরকারের সময় চীন কেন বিএনপি ও জামায়াতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পারেনি, তা সবারই জানা।”

সম্প্রতি রাজধানীর উত্তরায় চীনের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গে তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীনের পক্ষ থেকে কাজ চলছে এবং খুব শিগগিরই দেশটির কারিগরি বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে।

রোহিঙ্গা ইস্যুতে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশে ফেরত পাঠানো। এ বিষয়ে বাংলাদেশ, মিয়ানমার ও চীন একযোগে যোগাযোগ রক্ষা করছে।” তবে তিনি স্বীকার করেন, রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/