২২ মিনিটে বঙ্গোপসাগর ও আন্দামানে দুই শক্তিশালী ভূমিকম্প

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বাংলাদেশ উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মাত্র ২২ মিনিটের ব্যবধানে আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সোমবার (২৮ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে বঙ্গোপসাগরে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩। এরপর রাত ১২টা ১২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে নিকোবর দ্বীপপুঞ্জে। উভয় ভূমিকম্পই সাগরের তলদেশে, আনুমানিক ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছিল।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি সুনামির আশঙ্কাও নেই বলে জানানো হয়েছে।

আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর একটি। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত দ্বীপপুঞ্জটি ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত হলেও মাত্র ৩৮টিতে মানুষের বসবাস রয়েছে। ভৌগলিকভাবে অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় প্রায়ই এখানে ভূমিকম্প অনুভূত হয়।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এই অঞ্চলের ব্যারেন দ্বীপে, যা ভূমিকম্প ও আগ্নেয়গিরির কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/