[ad_1]
রাজধানীর মিরপুর গাবতলীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী দুই ভাই দিপু ও কামালের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি ছাত্র হত্যা মামলাও রয়েছে এবং তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আওয়ামী লীগের দোসর হয়েও তারা ৫ আগস্টের পরও ডিএনসিসির জমি অবৈধভাবে দখল করে রেখেছেন, প্রশাসন দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুলি।
বাংলা অ্যাফেয়ার্সের অনুসন্ধানে জানা গেছে, বিজিবি মার্কেটের বিপরীতে ডিএনসিসির জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে সেখানে ইট-বালুর গদি স্থাপন ও বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে।
তবে সিটি কর্পোরেশন একাধিকবার উচ্ছেদের চেষ্টা করলেও রাজনৈতিক প্রভাবে দখল পুনরায় প্রতিষ্ঠিত করেছে দিপু কামাল গং।
পরিবেশগত ক্ষতির কথা উল্লেখ করে এলাকাবাসী জানান, খাল ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা নষ্ট করায় বৃষ্টির সময় জলাবদ্ধতা ও নোংরা পানির কারণে স্থানীয়দের দুর্ভোগ চরমে উঠেছে।
এদিকে, সাবেক সরকারের সময়ে আওয়ামী লীগ নেতাদের ক্ষমতার ছত্রছায়ায় দখলবাজি চালিয়েছে এই দিপু-কামালরা। বর্তমানে তারা বিএনপি পরিচয়ে সক্রিয়, তবে আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরী ও অভিনেতা-নেতা ডিপজল (মনোয়ার হোসেন)-এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, হানিফ পরিবহনের মালিক হানিফের মাধ্যমে চাঁদাবাজির অর্থ লেনদেন করা হয়। হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার আলম (নিখিল এমপির সহযোগী) এই নেটওয়ার্কের অংশ বলেও অভিযোগ করা হয়।
ডিএনসিসি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। দারুসসালাম থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগ তদন্তের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয়দের দাবি করে বলেন, তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশগত ক্ষতি প্রতিরোধ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধের দাবি জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরে সুশাসন, নগর উন্নয়ন এবং আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা ও দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।
[ad_2]
উপদেষ্টা সম্পাদকঃ আব্দুল লতিফ
প্রধান সম্পাদকঃ এম এস এন মাসুক হিমেল
সম্পাদকীয় কার্যালয়ঃ হাউজ ২৪, রোড ৩, মনিপুরি পাড়া, ফার্মগেট ঢাকা।
আঞ্চলিক কার্যালয়ঃ ৭ মতি কমপ্লেক্স রোড চকবাজার চট্টগ্রাম
মোবাইলঃ ০১৯৯৪৪২২৭৮৯
ই-মেইলঃ news@dainikprovhatersangbad.com