কক্সবাজার রুটের সৈকত ও প্রবাল এক্সপ্রেসের সময় বদল

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫


চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের দাবির ভিত্তিতে পরীক্ষামূলকভাবে এই নতুন সময়সূচি কার্যকর হচ্ছে ১০ আগস্ট থেকে।

রেলওয়ের তথ্যমতে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস (৮২১) এখন থেকে ভোর ৫টা ৫০ মিনিটে ছেড়ে যাবে, যা পূর্বে ছিল সকাল ৬টা ১৫ মিনিট। অপরদিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস (৮২২) সকাল ১০টায় যাত্রা শুরু করবে, আগের সূচি অনুযায়ী যা ছিল সকাল ১০টা ২০ মিনিট।

এই সিদ্ধান্ত গত মঙ্গলবার নেয় বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের পূর্বাঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. সফিকুর রহমান জানান, “সম্প্রতি এক যাত্রা বিলম্বজনিত পরিস্থিতিতে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। কানেক্টিং ট্রেন ও অন্যান্য বিষয় বিবেচনায় এনে সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে।”

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর কক্সবাজার রেললাইনে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুই জোড়া এবং ঢাকা-কক্সবাজার রুটে আরও দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/