পচা মাছের গন্ধে বিমানবন্দরে তুলকালাম

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫


রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৫৫ ফ্লাইটে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় মঙ্গলবার। যাত্রীরা বিমানে উঠতেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন। জানা গেছে, ঢাকায় আসার পথে যাত্রীদের কিছু লাগেজে রাখা ছিল কাঁচা ইলিশ, রান্না করা ভর্তা ও মাছের ঝোল, যা দীর্ঘ ফ্লাইট চলাকালীন পচে গিয়ে বিমানের কার্গো হোল্ডজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র গন্ধ

এ দুর্গন্ধ এতটাই অসহনীয় হয়ে ওঠে যে রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ উড্ডয়নের অনুমতি আটকে দেয়। বিমান তখনও পরিষ্কার করা হয়নি। অবশেষে প্রায় চার ঘণ্টা পর পুরো বিমানের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হলে উড্ডয়নের অনুমতি মেলে।

ঘটনার সূত্রপাত হয় যখন ঢাকাগামী যাত্রীরা তাদের ব্যাগে কাঁচা ও রান্না করা খাবার বহন করে। লাগেজে থাকা খাবারের তেল ও পানি শুধু বিমানের ভিতরে নয়, বেল্টে সরাসরি লাগানো হওয়ায় তা আশপাশে থাকা অন্যান্য যাত্রীদের লাগেজেও লেগে যায়। এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে এক যাত্রীর ব্যাগ থেকে ১১টি কাঁচা ইলিশ উদ্ধার করে কর্তৃপক্ষ। বিমানবন্দরে নিষিদ্ধ পণ্য বহনের বিধি ভঙ্গ করায় তাঁকে অর্থদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় রোম বিমানবন্দর কর্তৃপক্ষ বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এভিয়েশন বিশ্লেষক কাজী ওবায়দুল আলম একে কেবল বিমান পরিচালনার গাফিলতি নয়, বরং ‘জাতীয় সম্মানহানির উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, “আন্তর্জাতিক ভ্রমণে এ ধরনের অসচেতনতা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে।”

বিশ্লেষকদের মতে, এ ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে বিমানবন্দরে স্ক্রিনিং প্রক্রিয়া আরও কড়াকড়ি করা দরকার, যাত্রীদের সচেতনতা বাড়ানো দরকার এবং এয়ারলাইন্সের পক্ষ থেকেও লাগেজ যাচাইয়ে কঠোরতা অবলম্বন জরুরি। নয়তো ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অনিবার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/