প্রাথমিক শিক্ষক ১১তম গ্রেডে, কর্মকর্তাদেরও বেতন বৃদ্ধি

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দিয়েছে।

এছাড়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপ-পরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বেতন এক ধাপ বাড়ানোর সুপারিশও আগামী সপ্তাহে করা হবে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে এই তথ্য মিলেছে।

সম্প্রতি আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এর ফলে সহকারী শিক্ষক ও তদারকি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়, কারণ উপজেলা শিক্ষা কর্মকর্তারাও একই গ্রেডে রয়েছেন। এতে প্রশাসনিক জটিলতা ও পদমর্যাদাগত অসামঞ্জস্য তৈরি হয়েছে।

বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে আছেন, যা প্রধান শিক্ষকদের তুলনায় তিন ধাপ নিচে এবং প্রায় ১৫ হাজার টাকা কম বেতন পান। এই পার্থক্যকে ‘বৈষম্য’ হিসেবে দেখছেন শিক্ষকরা। এই পরিস্থিতি সমাধানে সরকার বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব দিয়েছে, যা অর্থ মন্ত্রণালয় ইতিবাচকভাবে গ্রহণ করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, সহকারী শিক্ষকদের পদবি পরিবর্তন করে ‘শিক্ষক’ করা হয়েছে এবং তাদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদেরও এক ধাপ করে বেতন বাড়ানোর প্রস্তাব পাঠানো হচ্ছে।

নতুন প্রস্তাব অনুযায়ী বেতন কাঠামো
শিক্ষক: ১৩তম গ্রেড (১১,০০০ টাকা) থেকে ১১তম গ্রেড (১২,৫০০ টাকা)

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউএপিইও): ১০ম গ্রেড (১৬,০০০ টাকা) থেকে ৯ম গ্রেড (২২,০০০ টাকা)

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউপিইও): ৯ম গ্রেড (২২,০০০ টাকা) থেকে ৮ম গ্রেড (২৩,০০০ টাকা)

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও): ৭ম গ্রেড (২৯,০০০ টাকা) থেকে ৬ষ্ঠ গ্রেড (৩৫,৫০০ টাকা)

বিভাগীয় উপ-পরিচালক: ৫ম গ্রেড (৪৩,০০০ টাকা) থেকে ৪র্থ গ্রেড (৫০,০০০ টাকা)

সারা দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তিন লাখের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার সংখ্যা ২,৬০৭ জন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ৫১৬ জন, জেলা শিক্ষা কর্মকর্তা ৬৮ জন এবং বিভাগীয় উপ-পরিচালক কয়েকজন রয়েছেন। নতুন পে-কমিশনে এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/