বিষপানের ৫ দিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫


পারিবারিক কলহের জেরে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে।

শনিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর ম্যাক্সএইডে স্ত্রী এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখিয়া আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে স্ত্রী রাখিয়া আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার হোসেন পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ, ডেল্টা ও ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাদের দুই ছেলেসন্তান রয়েছে। দেলোয়ারের বাবা বারেক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে দেখি আমার ছেলের বউ হঠাৎ বমি করছে। তখন আমরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষপান করেছে। এরপর সে বাসায় গিয়ে ওই বোতলে থাকা অবশিষ্ট বিষ পান করে। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাই। কী কারণে তারা এমন করল, এখনো বলতে পারছি না। তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা কোনো বিরোধ ছিল, যার কারণেই তারা এই কাজ করেছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্য বা ঝগড়ার জেরে এ ঘটনা ঘটতে পারে। প্রথমে স্ত্রী বিষপান করেন, পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে কিছুক্ষণ পর স্বামী অবশিষ্ট বোতলের বিষপান করেন। তারা দুজনই চিকিৎসাধীন ছিলেন এবং আজ সকালে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/