সাংবাদিক নির্যাতনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি সাতক্ষীরায়

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫


গাজীপুরে দৈনিক প্রতিদিনের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহীদ স. ম. আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তা রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে বিবেচিত হবে।

বক্তারা সাংবাদিকদের উপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। তারা বলেন, এই বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে যাবতীয় দায় রাষ্ট্রকেই নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম। সমাবেশে বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান হোসেন ইমু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল ২৪-এর আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের অনেকে।

বক্তারা অভিযোগ করেন, দক্ষিণাঞ্চলের সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান, শহীদ স. ম. আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিকের হত্যার বিচার আজও হয়নি। সম্প্রতি সাতক্ষীরা প্রেসক্লাব এবং কলোরোয়া রিপোর্টার্স ক্লাবে সাংবাদিকদের উপর হামলার ঘটনাতেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

তারা প্রশাসনকে সতর্ক করে বলেন, সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন বন্ধ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/